Wellcome to National Portal
Main Comtent Skiped

How to gate Service
কি সেবা কিভাবে পাবেন

 

১। আপনি কোন নামজারী জমাভাগ/ জমির খারিজ করতে চাইলে প্রথমে খারিজ করার জন্য আমাদের অফিস / ওয়েবসাইট থেকে মিউটেশন ফরম সংগ্রহ করুন।

২। মিউটেশন ফরমটি সঠিকভাবে পুরণ করুণ।

৩। আপনার দখলীয় জমির আর,এস, এস.এ এবং সিএস সার্টিফাইট পর্চার ফটোকপি দিন।

৪। জমিটি যদি ক্রয়কৃত হয় সেক্ষেত্রে অবশ্যই জমির দলিলের ফটোকপি দিতে হবে, যদি বিক্রেতাও কারো কাছ থেকে ক্রয় করে থাকে সেই দলিলের অর্থ্যাৱ বায়া দলিলের ফটোকপি দিতে

৫। মিউটেশনকারীর সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।

৬। জাতীয় পরিচয় পত্রের/জন্ম নিবন্ধন/পাসপোর্টের ফটোকপি দিতে হবে।

৭। জমিতে কোন অংশীদারিত্ব থাকলে ইউনিয়ন/পৌরসভার ওয়ারিশান সনদের কপি

 

সকল কাগজপত্রাদি সঠিকভাবে ফাইল করার পর ২০ টাকার কোর্ট ফি সংযুক্ত করে উপজেলা ভূমি অফিস / আপনার ইউনিয়ন ভূমি অফিস/পৌর ভূমি অফিসে গ্রাহক সেবা কাউন্টারে জমা দিন। কর্মকর্তা /কর্মচারী বৃন্দ সকল তথ্য যাচাই করে আপনার আবেদন পত্রটি জমা রাখবে। এবং পরবর্তী কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট দপ্তর প্রধানের নিকট পাঠাবে